মাগুরা প্রতিনিধি : সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে ছাত্র আন্দোলনে নিহত চার শহিদের কবর জিয়ারত করেছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্র আন্দোলনে নিহত উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ, নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি, শ্রীপুর গ্রামের সোহান শাহে্র কবর জিয়ারত ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত মোল্লা, যুগ্ম আহবায়ক মোঃ চঞ্চল হোসেন,সানি রহমান রনি,সদস্য সচিব মোঃ হেমায়েত আলী, সদস্য, মারুফ, সাহরিয়ার সাদ্দাম, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ মানিক হোসেন,সদস্য সচিব মোঃ রায়হান রিঙ্কুসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে উপজেলা ছাত্রদলের আয়োজনে শ্রীপুর পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের পর আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাতদিন সংবাদ/জয়-