যশোর শহরের গরীবশাহ বাজারের সামনে বকুলতলা থেকে একটি বার্মিজ চাকুসহ তিন যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এরা হলো, শহরতলীর বসুল্লাহর মোড়ের বাবুর ভাড়াটিয়া রবিউল ইসলাম কালুর ছেলে আব্দুল জব্বার , ঘোপ সেন্ট্রাল রোডের পলাশের ভাড়াটিয়া মৃত আজাবুর খাঁর ছেলে আকাশ খাঁ এবং আরবপুর এলাকার কসাই বাবুর ভাড়াটিয়া শুকুর আলীর ছেলে রায়হান । কোতয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানিয়েছেন, সোমবার রাত তিনটার দিকে গরিবশাহ মাজারের সামনে তিন যুবক চাকু নিয়ে দাড়িয়ে ছিলে। সে সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাতদিন সংবাদ,জয়-