Tuesday, December 10, 2024

র‌্যাব পরিচয়ে যশোরে জুয়েলারী মালিকের ছেলে ও কর্মচারিকে অপহরণ করে ১০ লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা

যশোরে জুয়েলারী ব্যবসায়ী ও তার কর্মচারিকে র‌্যাব পরিচয়ে অপহরণ করে ১০ লাখ টাকা লুট করে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের চুড়িপট্টি এলাকার নিলয় জুয়েলার্সের মালিক বেজপাড়া নলডাঙ্গা রোডের নিষিত কুমার সরকার মামলাটি করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, ১ সেপ্টেম্বর রাতে দোকান থেকে সারাদিনের কেনাবেচার ১০ লাখ টাকা নিয়ে তার ছেলে আকাশ সরকার ও কর্মচারি দীপ্ত সাহা একটি বাজারের ব্যাগে করে মুরগী ও আটা নিয়ে
সাথে ১০ লাখ টাকা নিয়ে রিকসা যোগে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে এমএসটিপি বালিকা বিদ্যালয়ের সামনে পৌছালে র‌্যাব পরিচয়ে দিয়ে অজ্ঞাত একটি সাদা রং এর মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এবং জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নড়াইল সড়কে নিয়ে যায়। মাইক্রোবাসে উঠানোর সাথে সাথে তাদের চোখ বেঁেধ ফেলে। পরে তাদের একটি বাগানের মধ্যে নিয়ে গিয়ে নগদ টাকা নিয়ে তুলারামপুর ব্রিজের কাছে ফেলে রেখে যায়। পরে যশোরের ডিবি পুলিশে সেখানে গিয়ে দুইজনকে উদ্ধার করে। পরে টাকা পাওয়া যায়নি। এই ঘটনায় অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা হয়েছে।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর