মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগাহ ময়দানে বন্যার্তদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, শেখ হাসিনা জানতেন, ন্যায়ের বিচার হলে তিনি হেরে যাবেন। প্রশাসন যদি নিরপেক্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ হয়, শেখ হাসিনা আর ক্ষমতায় থাকবেন না। তাই তিনি ছাত্রলীগ-যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। শেখ হাসিনা ছিলেন নরকের শাসক। এই শাসনের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কাজ আমাদের করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আমিরুল পাসা রাকিব সাংগঠনিক সম্পাদক সাহেদ পান্না, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ প্রমুখ।
রাতদিন-অনলাইন ডেস্ক-