Saturday, December 7, 2024

ফোর জি সেবা চালুর সাথে ৫ জিবি ডেটা বোনাস পাবেন গ্রাহকরা

মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর আজ বিকেল ৩টা থেকে মোবাইলের ফোর জি সেবা চালুর কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিকেলে এই সেবা চালু হওয়ার সঙ্গে বোনাস হিসেবে ৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।

রোববার (২৮ জুলাই) সকালে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ ও মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী। ওই বৈঠক শেষে তিনি জানান, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

এর আগে শনিবার (২৭ জুলাই) এক অনুষ্ঠানে মোবাইল ডেটা চালুর বিষয়ে বৈঠকের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওই সময় মোবাইলের ফোর জি নেটওয়ার্ক আজ রোববার কিংবা আগামীকাল সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। পরবর্তীতে গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। সবশেষ রোববার ফোর জি সেবা সচল হওয়ার ঘোষণা আসলো।

রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর