যশোর অফিসঃ যশোরে বৃষ্টির পানি নিষ্কাশন করাকে কেন্দ্র করে প্রতিপড়্গরে হাতে একই পরিবারের তিনজন জখম হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলী ৯নং আরবপুর ইউনিয়নে সজলপুর গ্রামের ১নং হটাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদর উপজেলার সুজলপুর গ্রামের মৃত বারেক আলীর ছেলে মুšত্মাসের আলী(৬৫), আজিম(৩৪) ও নাজিম উদ্দিন(৪০)।
হাসপাতালে আহতরা জানিয়েছেন, সোমবার দুপুরে আহতদের বাড়ির সামনে(নাজিম শেখের) বাড়ীর রা¯ত্মায় বৃষ্টির পানিতে জলাবদ্ধ সৃষ্টি হয়। এতে আহতদের পরিবারের যাওয়া-আসার সমস্যা সৃষ্ঠি হয়।
তখন আহতরা পানি নিষ্কাশন করতে গেলে প্রতিপড়্গ মামুন@ ইন্দুর মামুন, সজল, সেলিম, রিপন এবং মামুনের স্ত্রী নীল দের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন গাছি দা দিয়ে আহত আজিমকে পায়ের কোপ দিয়ে জখম করে। এ সময় আহত অন্য দু’জন ঠেকাতে গেলে প্রতিপড়্গ তাদেরকে কুপিয়ে জখম করেন।
এ সময় আহতদের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এসে উদ্ধার করে ৩জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জেনারেল হাসপাতালের জরম্নরি বিভাগের ডাক্তার বিচিত্র মলিস্নক জানিয়েছেন, আহতদের মধ্যে আজিমের অবস্থা আশঙ্কাজনক তাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আর আই-২২