তাছিন জামান, মাগুরা:-মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা দিয়েছে দ্বারিয়াপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের জনসাধারণ।
(১৫মে) রাত ৮ টায় স্থানীয় মহেশপুর বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস । ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাব,সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মহিদুল আলম,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল বাছাড়,সাংবাদিক বিকাশ বাছাড় প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন মিনু মৃধা ও মোমিন মৃধা। সংবর্ধিত অতিথি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, সকল ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাতদিন ডেক্স/জয়-