Friday, December 13, 2024

বেনাপোলে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি বিদ্ধ

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন বাংলাদেশি ২ যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পিয়াস বাবু বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর বালুণ্ডা গ্রামের দ্বীন ইসলাম ছেলে এবং শফিকুল ইসলাম ডালিম একই গ্রামের বরকত আলীর ছেলে। বিজিবি সীমান্ত থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

তবে বিজিবি বলছে, বাবু ও ডালিম নামের ওই ২ যুবক ফেনসিডিল আনতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল।

বিজিবি ২১ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বাবু ও ডালিম ফেনসিডিল আনতে অবৈধভাবে ভারতের ভূখন্ডে প্রবেশ করলে দেশটির কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে ও রাবার বুলেট ছোঁড়ে। এ সময তারা রাবার বুলেটে আহত হয়।

খবর পেয়ে বিজিবির টহল দল তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করা হবে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর