চুয়াডাঙ্গা প্রতিনিধি- চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে বৃদ্ধ জয়নাল হোসেনের ১৫টি ছাগল পুড়ে মারা গেছে। জীবন-জীবিকার একমাত্র আয়ের উৎস ছাগলগুলো হারিয়ে পথে বসার উপক্রম পরিবারটির। সন্তানের মতো পরম যত্নে লালন-পালন করছিলেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বলেন, রাতে অনবরত ছাগলের ডাক শুনে বাইরে বেরিয়ে দেখেন জয়নাল হোসেনের গোয়ালঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত এসে সবাইকে ডাকি। এরপর পানি দিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে ছাগলগুলো পুড়ে মারা যায়।
ভুক্তভোগী জয়নাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ছাগলগুলো লালন-পালন করে আমার সংসার চলে। গোয়ালে ১৬টি ছাগল ছিল। এর মধ্যে একটি ছোট বাচ্চা ছাড়া সব ছাগল পুড়ে মরে গেছে। এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তৌফিকুর রহমান টিটু বলেন, জয়নাল হোসেন গ্রামের একজন হতদরিদ্র মানুষ। ছাগল পালনই ছিল তার আয়ের একমাত্র উৎস। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে তার সব ছাগল পুড়ে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখের। তিনি একেবারে সহায়-সম্বলহীন হয়ে গেলেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ রেডিও চুয়াডাঙ্গা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে দরখাস্ত করতে বলেছি। আবেদন পেলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।’