Thursday, July 4, 2024

সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Advertisement -

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 
 ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ দিন আদালতে ওয়াহিদার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক শাহআলম শেখ। আবেদনে তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওয়াহিদা রহমান চৌধুরী দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে।

দুদকের পক্ষে আদালতে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
অবৈধভাবে চার মোবাইল অপারেটরের ১৫২ কোটি টাকা মওকুফ করার অভিযোগ ওয়াহিদা রহমান চৌধুরীর গত ১১ জুন মামলা করে দুদক। ওই দিন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের বলেন, ‘৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে আজ মামলা ঋজু করা হয়।’ 
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৬টি নথি যাচাই করে দেখা যায় গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি ও এয়ারটেল অপারেটর কোম্পানির মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা হয়েছে। যার কারণে ১৫২ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। 
তবে সুবিধা পাওয়া কোনো কোম্পানিকে মামলার আসামি করা হয়নি। এ নিয়ে তদন্ত করেছে এনবিআরের তিন সদস্যের কমিটি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি দায়ের করে দুদক

অনলাইন ডেস্ক/ আর আই-০২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত