সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাহমুদুল হাসান মামুন ওরফে দিলদারকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধায় সাতক্ষীরা বড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাহমুদুল হাসান মামুন ওরফে দিলদার (৩১) দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার মৃত শেখ আবুল খায়েরের ছেলে ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অভিক মণ্ডল জানান, বিকালে খলিলুর রহমান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মাহমুদুল হাসান মামুনকে আটক করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।