দার্শনিক প্লেটোর ভাষ্যমতে আটলান্টিক মহাসাগরের মধ্যে আজ হতে বার হাজার বছর আগে একটি অনিন্দ্য সুন্দর নগরী ছিল।যার নাম” আটলান্টাস”। নগরবাসী এমন সুন্দর করে শহরটি সাজিয়েছিল যেন ধূলীর ধরায় স্বর্গ নির্মিত হয়েছিল। উক্ত শহরটির বিষয়ে আরো বেশি জানা যায়, হযরত সুলাইমান( আ) এর জীবনী পড়ে। সেটি যেন কল্পনার রং তুলিতে সাজান এক চমৎকার ছবি।দূর্ভাগ্য! শহরবাসী শহর সমেত তলিয়ে গেল আটলান্টিকের গভীর জলে।
আজ হতে ৫ হাজার বছর পূর্বে জর্ডানে পাহাড় কেটে নির্মিত হয়েছিল পেট্রভ্যালী নগরী।তার রূপ মহিমায় আজও বিশ্ব হতে লক্ষ লক্ষ ভ্রমনবিলাসী এক নজর দেখার জন্য ছুটে যায় ওখানে।আফসোস! পেট্রবাসী এক অজানা ভয়ংকর অসহনীয় আওয়াজে সকলেই প্রাণ হারাল। পড়ে রইল শুধু নির্জন নিথর পেট্রা শহর।
তিন হাজার বছর পূর্বে ইটালির পম্পেই নগরী আজও বিষ্ময় আমাদের নিকট।এত পরিপাটি সুবিন্যস্ত শহরটির ডেকোরেশন যেন মন প্রাণ কেড়ে নেয়। হঠাৎ এক বিভীষিকা জ্বালাময় আগ্নেয়গিরি ও আকাশ হতে বর্ষীত অগ্নীবৃষ্টি কেড়ে নিল পম্পেইবাসীর প্রাণ।হরোপ্পা আর মহেন্জোদারো আজ শুধুই ইতিহাস। কোথায় হারিয়ে গিয়েছে মায়া সভ্যতা! ইনকা সভ্যতার কথা তো আমরা ভুলেই গিয়েছি। ফিরাউনরা আজ আর নেই। ব্যবিলনীয় সভ্যতা আজ শুধুই ইতিহাস।
মাত্র ১৩ বছর পূর্বে বিশ সেকেন্ডের ভূমিকম্পে প্রাণ গেল হাইতির দুই লক্ষ লোকের! করোনায় প্রাণ গেলো প্রায় ২ কোটি ৫০ লক্ষ মানুষের। ৩য় বিশ্বযুদ্ধে আরো কতো জীবন যাওয়ার অপেক্ষায়!! আমাদের মনের বীণায় যে মিষ্টি সুর বাজছিলো তা কোথায় যেন হারিয়ে গিয়েছে। অনেক স্বপ্নের সমাধি হয়ে গিয়েছে। তবুও আশা নিয়ে বেঁচে আছি আমরা। কিন্তু আমাদের নির্বুদ্ধিতা আর অজ্ঞতা মরুভূমির মরীচিকাকেও অমিয় সুধা মনে করে থাকে। আমি,আমরা অনেক কিছুই বুঝতে চাই নে। যা আছে তা অনেক ভালো। যা আসছে তা অনেক খারাপ। মহাকালের মহা ডাক শুরু হয়ে গিয়েছে।
” আমি যা দেখি,তোমরা তা দেখো না”……. মহামানব গৌতম বুদ্ধ। তবুও বলি,হে আল্লাহ আপনার ইচ্ছাই পূরন হোক
লেখক এডভোকেট রুহিন বালুজ