Wednesday, July 3, 2024

শুক্রবার দেশে ফিরবেন বিএনপি নেতা আমীর খসরু

- Advertisement -

প্রায় দেড় মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তিনি ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কারামুক্তির ২ মাস পর চিকিৎসার জন্য গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সস্ত্রীক আমেরিকায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল। আমেরিকায় তাদের মেয়ে তাহমিনা চৌধুরী আছেন।

গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমীর খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার কেরানিগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনলাইন ডেস্ক/আর আই

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত