মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফরে এসেছেন। মঙ্গলবার সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
১১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস এবং রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, মঙ্গলবার সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দল রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান। তারা ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর ১১ নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গা শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষার সুযোগ দেওয়া হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালিত ই-ভাউচার সেন্টারও পরিদর্শন করেন তারা।
দুপুরে কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। রোহিঙ্গাদের নানা সমস্যা ও তাদের আর্থিক অবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
সফরের শেষপর্যায়ে বিকালে প্রতিনিধি দল কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেখানে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান এবং পরিস্থিতি উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, মার্কিন প্রতিনিধিদের দলের সফরের মূল লক্ষ্য রোহিঙ্গাদের আর্থিক অবস্থা, তাদের জীবনযাত্রার মান এবং সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা। এ পর্যবেক্ষণ থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে মার্কিন প্রশাসনের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক/এহসান জামিল-১২