যশোর সদর উপজেলায় কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে কৃষি বিভাগ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে উফশী ও হাইব্রিড সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও অর্থ বিতরণ করা হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সবজি বীজ ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস। পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির।
রাতদিন সংবাদ