ব্লাড ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে অর্থভাবে সু-চিকিৎসার জন্য মৃত্যুর প্রহর গুনছে যশোর সদর উপজেলার হামিদপুর বাউলিয়া গ্রামের গরীব কৃষক আসাদুজ্জামান আসাদ। পরিবারে একমাত্র উপার্জন ব্যক্তি আসাদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে চিন্তার ভাজ পড়েছে।
ইতিমধ্যে চিকিৎসার জন্য তার পরিবার অনেক টাকা ব্যয় করেছেন। এখন তিনি ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার সু-চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। চার সদস্যর পরিবারে তার দুই ছেলে মেয়ে পড়াশোনা করে। ছেলে আশিকুল ইসলাম সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে পড়াশোনা করে। এবং তার কন্যা হামিদপুর আল-হেরা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে।
বর্তমানে তার পরিবার চিকিৎসা খরচ চালাতে ও পারিবারিক জীবন চালাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় তার ছেলে আশিকুল ইসলাম তার পিতার উন্নত চিকিৎসার মাধ্যমে অন্য সকলের মতো বেঁচে থাকতে সমাজের বিত্তবান প্রভাবশালী ব্যক্তিদের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।
হাসপাতাল চিকিৎসকরা জানিয়েছে খুব দ্রুত সু-চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এত টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সু-চিকিৎসার মাধ্যমে তার পিতার প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান প্রভাবশালী ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করছে।
গরীব কৃষক আসাদুজ্জামান আসাদের চিকিৎসায় সহযোগিতা করতে কিংবা সরাসরি যোগাযোগ করতে তার ছেলে আশিকুল ইসলামের ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্ট নম্বর: ০১৭৫৪-৯৫৯৭৭২ এবং রকেট অ্যাকাউন্ট নম্বর: ০১৫৯০০-১৮২৯৮।
-রাতদিন সংবাদ