যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরিফ খানকে মারপিট করেছে সন্ত্রাসীরা।
এসময় ক্যামেরা ভাংচুর ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। ওই এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগ রয়েছে। এবং ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়া ফখরুল ইসলাম চাকরি পাওয়ার পর তাদের দাপট আরো বৃদ্ধি পায়।
বিগত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে গতকাল বুধবার (২০ নভেম্বর)বেলা দেড়টারদিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
রাতদিন সংবাদ