শুক্রবার, ডিসেম্বর 6, 2024

যশোরে দেশিয় পিস্তল ও ছুরিসহ চিহ্নিত ৩ দুর্বৃত্ত আটক

যশোরের চাঁচড়ায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে যশোর ক্যাম্পের সেনা সদস্যরা। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে চিহ্নিত তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছোরা উদ্ধার হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে। আটকদের বিরুদ্ধে নানা অপরাধ সংঘটিত করারও অভিযোগ রয়েছে।
যশোর কোতোয়ালি থানা সূত্র জনিয়েছে, যশোর ক্যাম্পের সেনা সদস্যদের একটি টিম বুধবার রাতে চাঁচড়ায় অভিযান চালায়। এসময় আটক করা হয় চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনির মৃত আব্দুর রব বিশ্বাসের ছেলে ইমামুল বিশ্বাস মামুন (৩৮), আব্দুল আলিম ঢ্যাবা পকেট মারের ছেলে সাগর হোসেন (২৮) ও চাঁচড়া ডালমিল এলাকার মৃত কাদের বক্স মোড়লের ছেলে মনিরুজ্জামান মনিরকে (৫২)। বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সেনা সদস্যরা আটক করে ওই তিন দুর্বৃত্তকে থানায় সোপর্দ করেছেন। তাদের দখল থেকে একটি দেশি পিস্তল ও ছোরা উদ্ধার হয়েছে।
এদিকে আরও তথ্য মিলেছে, এরা যশোরের চাঁচড়া কাস্টম গোডাউনে চুরির সাথে জড়িত। রুপদিয়ায় ট্রাক ছিনতাই ও ড্রাইভারকে হত্যার ঘটনায় জড়িত বলে এলাকায় প্রচার রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর