Wednesday, June 26, 2024

মোরেলগঞ্জে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

- Advertisement -

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

রবিবার ১৬ জুন সকালে বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪- আসনের সাংসদ এইচ,এম, বদিউজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল হাওলাদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আজমিন নাহার উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম, এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় কুমার, পঞ্চকরন ইউপি চেয়ারম্যান রাজ্জাক মজুমদার, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী খান, অপরদিকে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে মাননীয় সংসদ সদস্য বাগেরহাট -৪-এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হত দরিদ্রেদের মাঝে।

এসময় আরও উপ্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্ধ এবং আওয়ামী লীগ ও তার সহযোগীসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধসহ ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সদস্যবৃন্দ।উপজেলায় সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে চত্বরে এ বকনা বাছুর বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত