শুক্রবার, ডিসেম্বর 6, 2024

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি- আব্দুল বারী, সা. সম্পাদক- আবদুস সালাম

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী মাদ্রাসা পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে।

৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে নিশানবাড়িয়ার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীকে সভাপতি ও  চিংড়াখালীর সেলিমগড় ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম খান কে সাধারন সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় পৌর শহরের  আবু হুরাইয়া মাদ্রাসা চত্বরে সোনাখালী আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বায়েজিদ হোসেনের সভাপতিিত্বে প্রধান অতিথি বাগেরহাট জেলা সভাপতি মাওলানা খিজিরুল ইসলাম এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা মাদ্রাসা শিক্ষক  পরিষদের উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিশেষ সভার আয়োজন করেন। এতে সকল মাদ্রাসা শিক্ষক নতুন কমিটি গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরে মাদ্রাসার শিক্ষকরা তাদের মতামত প্রদান করেন। পরবর্তীতে আগত সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর