শুক্রবার, ডিসেম্বর 6, 2024

মোরেলগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

এইচ,এম, শহিদুুল ইসলাম মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপির) ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামির বাংলাদেশের রুপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।

গতকাল উপজেলার  শুরু করে প্রশাসনিক চত্বর থেকে বিএনপি নেতা ডা. কাজী মনিরুজ্জামান মনির এ লিফলেট বিতরণ শুরু করেন।,উপজেলা নির্বাহী অফিসার, মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা  কর্মচারীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ইউপি সচিব, গ্রামপুলিশসহ সর্বসাধারনের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পৌর আহ্বায়ক মো.নুরুল ইসলাম মোল্লা,উপজেলা জাতীয়তাবাদী তাতীদলের সভাপতি মো. দুলাল শিকদার, জাতীয়য়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মঞ্জু, জাতীয়তাবাদী তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ডালিম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অর্ন্তভূক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর