Tuesday, June 18, 2024

মামলার হাজিরা দিতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

- Advertisement -

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে পূর্বশত্রুতার জের ধরে রেজাউল করিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম (৩০) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার হামিদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মো. আয়াস, শাহ এমরান, নুর করিম, রেজাউল করিমসহ চার জন অটোরিকশায় করে একটি মামলার হাজিরা দিতে কক্সবাজার যাচ্ছিলেন। তিন রাস্তার মাথায় মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, কিরিচ ও লোহার রড নিয়ে অটোরিকশার গতিরোধ করে। প্রাণ বাঁচাতে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রেজাউলকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কাকন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে।’

নিহত যুবকের মামা মো. আয়াস বলেন, ‘মামলার প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে রেজাউলকে হত্যা করেছে। এ ঘটনায় আমরা মামলা করবো।’

ওসি ওসমান গনি বলেন, ‘পূর্বশত্রুতার জেরে রেজাউলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত