শুক্রবার, ডিসেম্বর 6, 2024

মধ্যরাতে ফের ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮

রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় শিক্ষার্থীদের মাঝে ফের সংঘর্ষ হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ২৮ জন আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী বিষয়টি জানা যায়নি।

আহতরা হলেন, শিক্ষার্থী ইমন (২৪), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮), শিশির (২৮), তৌফিক (২২), রুদ্র (২৬), আনান (২৫), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), ইমন (২০), নাহিদ (২৩), রাকিব (২০), ইমন (২২), প্রবাল (২২), রমজান (২৩), মো. মিঠুন (২১), ইমরান (২০), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেদ (১৯), সোহান (২২), আমিন (২২), রিফাত বিশ্বাস (২৫), তপু (২০), মেহেদি (২১) ও পার্থ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

রাতদিন সংবাদ

এজে/৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর