Saturday, June 29, 2024

বিভাগীয় ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন যশোরের জেলা প্রশাসক

- Advertisement -

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিভাগীয় ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সোমবার (২৪ জুন) বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তার হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন।
সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন এবং অভিলক্ষ বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ণ সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর চারজনকে সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এই অর্জন জেলা প্রশাসন তথা যশোরবাসীর জন্য এক অপরিসীম গর্বের উপলক্ষ। সেবাগ্রহীতাদের নিষ্ঠা-আন্তরিকতার সঙ্গে এবং উদ্ভাবনী উপায়ে সেবা প্রদানের ক্ষেত্রে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত সম্মানজনক এ স্বীকৃতি জেলা প্রশাসন যশোরকে সামনের দিনগুলোতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, খুলনা সার্কিট হাউসে এ অনুষ্ঠানে একই সঙ্গে বিভাগীয় কমিশনার খুলনার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ স্বাক্ষর করেন জেলা প্রশাসক।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত