Tuesday, July 2, 2024

বাবার জন্য উপহার কিনেছেন?

- Advertisement -

ভুলে যাননি তো? আগামীকাল ১৬ জুন বিশ্ব বাবা দিবস। বাবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ কিনে ফেলতে পারেন চমৎকার কোনও গিফট। বাবার জন্য কিছু উপহারের আয়ডিয়া জেনে নিন।
 

ঈদে বাবা কোনও পোশাক না কিনে থাকলে পাঞ্জাবি বা শার্ট কিনে দিতে পারেন বাবাকে। বাবা দিবসের উপহার পরতে পারবেন ঈদে। 
বাবার জন্য কেক নিয়ে ফিরতে পারেন অফিস থেকে ফেরার সময়। সঙ্গে একগুচ্ছ ফুল ও সুন্দর একটি কার্ড। 
উপহার হতে পারে একটি বিয়ার্ড ট্রিমার। বাবার কাজে লাগবে বেশ।
পারিবারিক আনন্দের কোনও মুহূর্তের ফ্রেমে বন্দি করে দিতে পারেন বাবাকে।
বাজারে এখন বেশ কিছু ফিটনেস স্মার্ট রিস্ট ব্যান্ড পাওয়া যায়। এগুলো হৃদস্পন্দন মাপাসহ বিভিন্ন এক্সারসাইজে সহায়ক। এক্ষেত্রে স্মার্টওয়াচও কাজে আসতে পারে। 
বাবার কাজের টেবিল থাকলে সেখানে রাখার জন্য চমৎকার একটি ইনডোর প্ল্যান্ট কিনে দিন।
উপহার হতে পারে প্রিয় লেখকের বই। সঙ্গে কলম ও লেখার প্যাডও থাকতে পারে। 
কাঠের ওষুধ বক্স পাওয়া যায় বাজারে। এসব বক্সে সকালে, দুপুরে ও রাতে খাওয়ার ওষুধ আলাদাভাবে রাখার ব্যবস্থা আছে। এমন একটি বক্স উপহার দিতে পারেন বাবাকে।
এই গরমে বাবাকে একটি পোর্টেবল ফ্যানও উপহার দিতে পারেন। বাজারে এমন কিছু ফ্যান পাওয়া যায় যেগুলো রিচার্জেবল ব্যাটারিতে চলে ও একনাগাড়ে অনেকক্ষণ।
বাসায়ই রান্না করে ফেলতে পারেন বাবার পছন্দের কোনও খাবার। বাবার সহকর্মী কিংবা বন্ধুদের দাওয়াত দিয়ে চমকে দিতে পারেন তাকে। 
চিত্রশিল্পীকে দিয়ে বাবার একটি পোট্রেট আঁকিয়ে নিতে পারেন। সেটা ফ্রেমে বাঁধিয়ে উপহার দিন। 
প্রতিদিন প্রয়োজন হয় এমন কিছু জিনিস একসঙ্গে বক্সে করে উপহার হিসেবে দিতে পারেন বাবাকে। যেমন ঘড়ি, সুগন্ধি, মানিব্যাগ কিংবা বেল্ট। 
যদি বাবার কাছাকাছি না থাকেন তবে বাবা দিবসের দিন বাবার হাতে ফুল, কেক অথবা উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। তিনি চমকে যাবেন নিশ্চিত।
শিশুকে সঙ্গে নিয়ে কার্ড বানান। সেই কার্ড বাবাকে উপহার হিসেবে তুলে দিতে বলুন হাতে। শিশুর কাছ থেকে উপহার পেয়ে বাবা খুশি হবেন নিশ্চিত। 

অনলাইন ডেস্ক/আর আই

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত