শুক্রবার, ডিসেম্বর 6, 2024

বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ হোক সূত্র ধরে চুড়ামনকাটিতে চরম উত্তেজনা

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ যশোর সদরের চুড়ামনকাটিতে বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হোক মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগ উঠেছে প্রান্ত বর্মন নামে এক তরুণের বিরুদ্ধে। খবরটি এলাকায় প্রচার হলে ফুঁসে ওঠেন এলাকাবাসী। তার বিচারের দাবিতে বাজারে বিক্ষোভ শুরু করেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে অভিযুক্ত যুবককে আটকে উত্তেজিত জনতা পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। তবে এখনো অভিযুক্ত তরুণকে আটক করতে পারিনি পুলিশ। উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের গৌর বকসির ছেলে প্রান্ত বকসি (১৭)। সে চুড়ামনকাটি বাজারের একটি দোকানের কর্মচারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, স¤প্রতি এল এম লামিম নামে ফেসবুক আইডি থেকে একটি লেখায় প্রান্ত বকসি কমেন্ট করে বাংলাদেশ থেকে মুসলিম নিষিদ্ধ করা হোক। বৃহস্পতিবার সকালে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে এর প্রতিবাদ জানিয়ে সকালেই ওই তরুণের কর্মরত ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে এবং বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান এবং জামায়াত নেতা আলমগীর সিদ্দিক দলীয় নেতাকর্মী সাথে নিয়ে গিয়ে আইনের মাধ্যমে পলাতক ওই তরুণের বিচারের আশ্বাস দেন এবং পরিস্থিতি শান্ত করেন। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা প্রান্ত বকসিকে আটক করতে পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তার বাড়ি ছাড়েন।

এ ব্যাপারে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান জানান, খবর পেয়েই আমি পরিস্থিতি সামলাতে নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশের সহযোগীতায় উত্তেজিত জনতাকে শান্ত করি। তিনি আরো জানান, প্রান্ত বকসির করা কমেন্টটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওই কটূক্তিকারীকে আটক ও কঠোর শাস্তির দাবি জানান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হই। অভিযুক্ত প্রান্ত বকসি পলাতক রয়েছে। সে চুড়ামনকাটি বাজারে সুমন বকসির দোকানের কর্মচারী। তাকে আটকের জন্য পুলিশ ঘটনার পর থেকেই অভিযান অব্যহত রয়েছে। তিনি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তরুণের আটকের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ করছে এমন সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হই। অভিযুক্ত পলাতক থাকায় এখনো আটক করা যায়নি। তবে পলিশি অভিযান চলেছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এ বিষয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান ওসি।

আর কে-১৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর