Monday, July 1, 2024

নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

- Advertisement -

নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে এমন ঘটনা ঘটেছে

শনিবার (২৯ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে একাধিক এলাকায় প্রাণহানি ঘটেছে।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই বলেন, রাজধানী থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমের গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে সেখানকার একটি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ সময় সেখানে একই পরিবারের পাঁচজন ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, ওই পরিবারের পাঁচজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

গুলমি ছাড়াও এর পার্শ্ববর্তী আরেক জেলায়ও ভূমিধস হয়েছে। এতে একটি পরিবারের বাড়িঘর পুরো ধসে পড়েছে। এসময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় ভূমিধসে দুজন মারা গেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি থেকে নেপালে বর্ষা মৌসুম শুরু হয়েছে। তখন থেকে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে স্বাভাবিকভাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে।

অনলাইন/আর আই-০৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত