শুক্রবার, ডিসেম্বর 6, 2024

নাশকতার অভিযোগে আওয়ামীলীগ ঘরনারা দুইজন আটক

যশোরে আওয়ামী লীগের দুইকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ছয় বছর আগে একাদশ নির্বাচনের দিনে মারামারির মামলায় এবং অপর একজনকে যশোরের কানাইতলায় নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চাঁচড়ায় বিল্লাল মেম্বারের বাড়ির পাশে হাজী আব্দুস সামাদের ছেলে সেকেন্দার আলী বাদশাকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চাঁচড়া বাজার থেকে আটক করা হয়। সে কানাইতলা রাস্তা অবরোধ করে নাশকতা সৃষ্টির মামলার আসামি। গত ২০ নভেম্বর অ্যাডভোকেট আকরাম হোসেন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৬০ জনের নামে মামলা করেন।

অন্যদিকে অভয়নগর উপজেলার ধুলগ্রামের শেখ বাবর আলীর ছেলে শেখ বায়েজিদ হোসেনকে আটক করে ভোটকেন্দ্রে বোমা ও গুলি বর্ষণ করে বিএনপির কর্মীদের আহতের মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনার পর গত ১৯ নভেম্বর অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল মাহমুদ ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯৬জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় বায়েজিদকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর