নড়াইল প্রতিনিধি: “জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন”স্লোগানে নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর ( বুধবার) বেলা সাড়ে ১০ টায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন,ডাঃ মোঃ আব্দুর রশিদ,সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, টিআই প্রশাসন কাজী হাসানুজ্জামান, প্রবন্ধ উপস্থাপনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তারা নেশা ছেড়ে কলম ধরে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
রাতদিন সংবাদ/ এহসান জামিল-১১