Monday, July 1, 2024

নকল দাঁত লাগিয়ে কোরবানির পশু বিক্রি, বিক্রেতা গ্রেপ্তার 

- Advertisement -

নকল দাঁত লাগিয়ে কোরবানির পশু বিক্রির অভিযোগে পাকিস্তানের করাচি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ছাগলের মুখ থেকে এক ক্রেতা নকল দাঁত বের করছেন। 
পুলিশ জানায়, অভিযুক্ত বিক্রেতা ঈদুল আজহার জন্য পশু বিক্রি করতে হায়দ্রাবাদ এবং করাচিতে আসেন। তাঁকে গুলবার্গের চৌরঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন। 
এআরওয়াই নিউজ জানায়, তদন্তের পর পুলিশের আরও সাতটি ছাগল জব্দ করেছে।  স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁরা নকল দাঁত লাগানো পশু বিক্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান। পরে ওই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও তদন্ত চলছে। 
পাকিস্তানে আগামীকাল ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটিতে গত ৭ জুন জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ঈদুল আজহা মুসলিমদের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে তাঁরা পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি হজরত ইব্রাহিমের (আ.) আনুগত্যকে স্মরণ করে।

অনলাইন ডেস্ক/আর আই

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত