Saturday, June 29, 2024

চৌগাছায় কৃষি প্রণোদনায় ১৭৪০ জন কৃষক বীজ ও সার পেল

- Advertisement -

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় লাখ টাকার প্রণোদনা পেয়েছেন ১৭৪০ জন কৃষক। বিনামূল্যের   প্রণোদনার মধ্যে রয়েছে উপশী রোপা আমন জাতের বীজধান, ডিএপি ও এমওপি সার।  উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে সরকার চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদেরকে এ প্রণোদনা  দিচ্ছেন। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বীজধান বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমানের সঞ্চালনা বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, পৌর কাউন্সিলর জি এম মোস্তফা, উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামীম খান এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, বিশ্বজিৎ বিশ্বাস, চাঁদ আলী, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান। কৃষি অফিস সূত্রে জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ এর ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে   কৃষক প্রতি ৫ কেজি করে উপশী জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ১০ কেজি  ও এমওপি সার দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১লাখ ৩০ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন নতুন উদ্ভাবিত জাতের ধান চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে এসব ধানবীজ ও সার সহায়তা দিচ্ছেন সরকার। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কম খরচে ধান উৎপাদন করতে পারবেন।

রাতদিন ডেস্ক-জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত