Thursday, July 4, 2024

আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন

- Advertisement -

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার মাঝপথেই ফুটবলের মেগা টুর্নামেন্ট ইউরো ২০২৪ শুরু হয়েছে। এর মধ্যেই আগামী ২১ জুন মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা। বাংলাদেশ সময় সকাল ৬ টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার লড়াই।

১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে অংশগ্রহণ করবে। ২১ জুন শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। কোপা আমেরিকার এই টুর্নামেন্ট দিয়েই আর্জেন্টিনার ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানাতে পারেন বলে গুঞ্জন রয়েছে। নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলই হতে পারে লিওনেল মেসিদের বড় বাধা।

এদিকে ২০১৯ সালের পর থেকে সাফল্য না পাওয়া ব্রাজিলের জন্য এবারের কোপা আমেরিকা বেশ বড় চ্যালেঞ্জ। নেইমারকে ছাড়া খেলতে নেমে নিজেদের ভবিষ্যতের বার্তা দিতে চাইবে ব্রাজিল। সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ফাইনালের আগে দেখা হবে না দুই দলের।

বাংলাদেশ সময় অনুযায়ী এক নজরে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের সময়সূচি:

আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের সময়সূচি

২১ জুন আর্জেন্টিনা বনাম কানাডা সকাল ৬টা

২৬ জুন আর্জেন্টিনা বনাম চিলি সকাল ৭টা

৩০ জুন আর্জেন্টিনা বনাম পেরু সকাল ৬টা

ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচের সময়সূচি

২৫ জুন ব্রাজিল বনাম কোস্টারিকা সকাল ৭টা

২৯ জুন ব্রাজিল বনাম প্যারাগুয়ে সকাল ৭টা

৩ জুলাই ব্রাজিল বনাম কলম্বিয়া সকাল ৭টা

কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য সূচি (আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের গ্রুপে সেরা হলে)

৫ জুলাই আর্জেন্টিনা বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ সকাল ৭টা

৬ জুলাই গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্সআপ সকাল ৭টা

৭ জুলাই গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানার্সআপ সকাল ৪টা

৭ জুলাই ব্রাজিল বনাম গ্রুপ ‘সি’ রানারআপ সকাল ৭টা

সেমিফাইনাল

১০ জুলাই কোয়ার্টার ফাইনাল ‘১’ বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ সকাল ৬টা

১১ জুলাই কোয়ার্টার ফাইনাল ‘৩’ বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ সকাল ৬টা

ফাইনাল

১৫ জুলাই সেমিফাইনাল ‘১’ বনাম সেমিফাইনাল ‘২’ সকাল ৬টা

অনলাইন ডেস্ক/আর আই

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত