কুমিল্লার বুড়িচংয়ে অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জেলা প্রশাসন এবং রেলওয়ে পূর্বাঞ্চল পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা অতিক্রম করার সময় অরক্ষিত ক্রসিংয়ে যাত্রীবাহী একটি অটোরিকশা উঠে পড়ে। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ৪ যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার খোদাইতলী গ্রামের রফিজ মিয়া (৪৭), একই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী হোসনেয়ারা (৪৬) আলী আহাম্মদ (৫৬), বাকশিমুল গ্রামের লুৎফা বেগম (৫৫), সাজু মিয়া (৫২), সফরজান বেগম (৫৫), সানু বেগম (৩৮)। এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে অটোরিকশাচালক হঠাৎ রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা বেগম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে।
অনলাইন ডেস্ক/এহসান জামিল-১৩