Wednesday, December 4, 2024

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ।। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১ 

- Advertisement -

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে আর বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে একজন। 

শনিবার সন্ধ্যায় যশোর -নড়াইল সড়কের ভায়না এলাকায় এলাকায় বাইকের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। নুর ইসলামের বাড়ি যশোর সদর উপজেলার ভায়না গ্রামে।

অপরদিকে যশোর-মনিরামপুর সড়কের কানাই তলার কাছে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আমিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। রাত ৭টার দিকে হাসপাতলের জরুরী বিভাগে আনার  পর মৃত্যু হয় তার । মৃত আমিরুল ইসলামের বাড়ি একই উপজেলার পাড়া গ্রামে।

এছাড়া যশোর শহরের পুলিশ লাইন এলাকায় মহিউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিক্যাল এর কাজ করার সময়, বিদ্যুৎস্পৃষ্টে  রিপন দাস (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।তার বাড়ি সুজলপুর গ্রামে।পুলিশ লাইন এলাকায় বিকেলে রিপন দাস মহিউদ্দিনের নির্মাণাধীন বিল্ডিং এর দ্বিতীয়তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত যশোর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত