কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে স্ত্রীর সহকর্মীর পিতার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা সাংবাদিক এহসানুল হোসেন তাইফুর (৪৬) সহ পরিবারে আহত হয়েছে।
আহতরা হলেন, সাংবাদিক এহসানুল হোসেন তাইফুর, তার স্ত্রী দোরমুটিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফাতেমা খাতুন (৩৫), মেয়ে স্কুলছাত্রী ফাবিয়া খাতুন (৯) ও রুহি খাতুন (৩)। স্ত্রীর সহকর্মীর বাবা দোরমুটিয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর শুনে সহ পরিবারে মোটরসাইকেল যোগে দেখতে যাওয়ার সময় অপর একটি মোটরসাইকেল ধাক্কায় তারা দুর্ঘটনায় কবলিত হন।
সাংবাদিক এহসানুল হোসেন তাইফুর কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার বিশেষ প্রতিনিধি। জানা গেছে, ২২নভেম্বর সকালে পৌর শহরের হাসপাতাল সড়কে সাংবাদিক তাইফুর সহ পরিবারে মোটরসাইকেল যোগে পৌর শহরের পোস্ট অফিসের পাশে পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তারা সড়কের উপর পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ফাতেমা খাতুনের বাম পায়ের হাটুর নিচ থেকে ভেঙ্গে গেছে।
এ ছাড়া সাংবাদিক তাইফুর ও তার দুই মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়াসহ আঘাত লেগেছে। আহত ফাতেমার পায়ের অপারেশন করাতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।