Wednesday, December 4, 2024

যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

- Advertisement -

যশোরে অপরিবর্তিত রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত এক সপ্তাহে ডেঙ্গুতে জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সুফিয়া বেগম (৩৩) নামে একজনের। এর আগে ২৪ নভেম্বর আল-আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় বর্তমান ৩০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে যশোর জেনারলে হাসপাতালে নয়, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হন। তিনি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এরআগে ২৪ নভেম্বর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী আল-আমিন (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। চলতি বছরে এক হাজার দুইশ’ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার একশ’ ৬৬ জন ও মৃত্যু হয়েছে পাঁচজনের।

 

 

অনলাইন ডেস্ক/ এহসান জামিল-৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত