Monday, October 14, 2024

২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ২

- Advertisement -

পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি ২০০ গ্রাম হরিণের মাংস ফেলে পালানোর সময় দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের কড়ফা বাজারের পাশের খালে বাঁধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. হারুন মোল্লা (৫৬) ও মো. আবু কালাম (৫৩) নামে দুজনকে আটক করেছে যৌথ বাহিনী।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. হারুন মোল্লা বরগুনা জেলার গহরপুর এলাকার মহিবুল হক মোল্লার ছেলে ও মো. আবু কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়া উপজেলার তাপালবাড়ি গ্রামের আশরাফ আলী শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করফা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে প্রতিদিনের মতো পাহাড়া দিচ্ছিলেন গ্রামবাসীরা। এসময় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেন তারা। তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা দুজনকে ধরে ফেলেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দুজনকে হস্তাস্তর করেন গ্রামবাসীরা।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচএম শাহিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংসসহ দুজনকে আটক করেছি।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত