যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে। একইসাথে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির তিনজন এবং যুবদলের দু’জনকে এবং মণিরামপুর ও এমএম কলেজ ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট থেকে দেশের বিভিন্নস্থানে হামলা, মারপিট, লুটপাট শুরু হয়। যশোরে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নেতা-কর্মীদের কঠোর বার্তা দেন। তিনি ভিডিও বার্তায় বিএনপির নেতা-কর্মীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। কেবল তাই না, তার ভূমিকায় আশ্বস্ত হয় যশোরের পুলিশ প্রশাসন। এমনকি যেসব জায়গায় আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা দেখা দেয় সেসব জায়গায় পুলিশ সুপার মাসুদ আলম অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপ কামনা করেন। জনাব অমিত সাথে সাথে সেখানে ছুটে যান এবং সাধ্যমতো চেষ্টা করেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার এই কার্যক্রমে পুলিশ সুপারসহ যশোরের মানুষ সন্তোষ প্রকাশ করেন।
অথচ দলীয় কতিপয় নেতাকর্মীর কারণে তার এই সুনাম নষ্ট হচ্ছে। বারবার সতর্ক করার পরও তারা অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ কারণে তাদেরকে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন অনিন্দ্য ইসলাম। তার নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার থেকে দলের মধ্যে শৃঙ্খলা পরিপন্থিদের তালিকা তৈরি করে বহিষ্কার করা শুরু হয়েছে। প্রথমদিন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এই তিনজন হচ্ছেন, আফজাল হোসেন বাবু, সোহেল হাসান আইদ ও রফিকুল ইসলাম। একইদিন কেশবপুর পৌর যুবদলের দু’জন যুগ্ম আহ্বায়ককেও বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, শাহ আলম মোড়ল ও ওলিয়ার রহমান উজ্জ্বল। শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সিদ্ধান্তে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে দপ্তর সম্পাদক কামরুল ইসলাম জানিয়েছেন। ছাত্রদলের যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন, এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুর ইসলাম রুবেল, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ও মণিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, যারা দলের সুনাম নষ্ট করবে তাদের কোনো ক্ষমা নেই। তালিকা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও বহিষ্কার করা হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন,‘দলীয় নির্দেশনা অনুযায়ী, যারা সহিংসতা করে মানুষকে কষ্ট দিয়েছে এবং সুনাম নষ্ট করেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’
বিশেষ প্রতিনিধি