Sunday, October 13, 2024

শেখ হাসিনা আর ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না: খোকন

- Advertisement -

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, যেই হাসিনা পালিয়ে গেছে তার দোসরদের রেখে, সেই হাসিনা আর ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার তাদের নাই।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী আন্তঃজেলা বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল নরসিংদী শাখা। এতে দেশের বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান বক্তারা।

এ সময় খায়রুল কবির খোকন আরও বলেন, কাদের বলেছিল খেলা হবে, কে খেলে দিয়েছে? আল্লাহর তরফ থেকে খেলা হয়েছে। আল্লাহর পরে জনগণ সব ক্ষমতার উৎস। তারা ভেবেছিল কেয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ কী তাদের কেয়ামত পর্যন্ত রেখেছে?

নরসিংদী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান, বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী প্রমুখ।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত