করোনাভাইরাস শীত মৌসুমে আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।এতে বিজ্ঞানীরা বলছেন, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ রূপ ধারণ করতে পারে। শীত মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি।বিজ্ঞানীরা আরও বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।নতুন এই গবেষণায় বলা হয়েছে, শীতে করোনা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। শীতে যখন মানুষ ঘরেই বেশি সময় কাটায় তখন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে। জানা গেছে, এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে।
অনলাইন ডেস্ক