Wednesday, September 18, 2024

যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন করোনায় আক্রান্ত

- Advertisement -

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে শহিদুল ইসলাম মিলন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।গত ২৯ আগস্ট তিনি নমুনা দিলে পরীক্ষার জন্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে পাঠানো হয়। নিজ বাড়িতেই তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। যশোরবাসীকে করোনার ছোবল থেকে রক্ষা করতে সরকারি ও দলীয় ফোরাম থেকে আসা বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা করেছেন শহিদুল ইসলাম মিলন। করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এসেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি ছিল তার। নিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকা সত্বেও অন্যদের চিকিৎসা সেবাসহ অন্যান্য প্রয়োজন মেটাতে শহিদুল ইসলাম মিলন পিছু হঠেননি। করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া এবং গরীব-অসহায় মানুষের আর্থিক সহযোগিতা করেছেন ব্যক্তিগত তহবিল থেকে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যসেবীদের সুরক্ষার জন্যে মাক্স-স্যানিটাইজার বিতরণ করেছেন। সর্বোচ্চ সাবধানতায় বজায় রেখে করোনার ছোবল থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। শহিদুল ইসলাম মিলন বলেন, সপ্তাহ খানেক আগে থেকে জ্বর, সর্দি, হাঁচি-কাশি এবং গলা ব্যথায় ভুগছিলেন। সংক্রমিত সন্দেহ তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকা শুরু করেন। গত ২৯ আগস্ট তিনি নমুনা দেন পরীক্ষার জন্যে। রেজাল্ট পজিটিভ এসেছে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করছেন। বর্তমানে জ্বর ও কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তার আশু রোগ মুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।এদিকে, শহিদুল ইসলাম মিলনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। ।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত