যশোরে শুক্রবার ৩১ জন নতুর শনাক্ত হয়েছেন। তারমধ্যে সদরের ২২ জন ও অভয় নগরের ৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪৬৬ জন ও সুস্থ্য হয়েছেন ১৫৫ জন। এদিকে যশোর সদরে আক্রান্তদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও দুইজন র্যাব সদস্য রয়েছেন। ৫জন পুলিশ যশোর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ঘোপ সেন্টাল রোডে একই পরিবারের চারজন। এর আগে ওই পরিবারে সওকত নামে একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজন মহিলা অপর দুইজন পুরুষ। টিবি ক্লিনিং এলাকার একই পরিবারের দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।নলডাঙা ১, বেজপাড়া মেইন রোড ১, নীলগঞ্জ সাহাপাড়ায় ১, নাজির শংকরুির এলাকায় ১ জন, চাঁচড়া চেকপোস্টে একজন, সুজলপুর একজন, ঝুমঝুমপুরে ১ জন। এছাড়া রুপদিয়ায় একজন শনাক্ত হয়েছেন তিনি করোানা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন। আজ তার ফলাফল পজেটিভ এসেছে।
বিশেষ প্রতিনিধি