যশোরে প্রকাশ্যে এক রিকশা চালকের ঘরে কৌশলে ঢুকে শোকেচ এর ভিতর থেকে নগদ ১০ হাজার টাকা চুরি করে পালাবার সময় স্থানীয় জনতা জুয়েল নামে এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে ভোলা জেলার সদর উপজেলার ননী গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি খালপাড়া গ্রাামের মৃত আমির হোসেনের ছেলে শহিদুল ইসলাম জানান, তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় শুক্রবার ২৮ আগষ্ট সকাল ৯ টায় রিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। ওই দিন দুপুরে তার স্ত্রী মোছাঃ বিউটি বেগম বাড়িতে টিউবওয়েলের কাজ করার সময় উক্ত চোর জুয়েল কৌশলে ঘরের মধ্যে ঢুকে শোকেচের ড্রয়ার খুলে নগদ ১০ হাজার টাকা নিয়ে চলে যাবার সময় ছোট ছেলে হোসাইন দেখে মাকে চিৎকার করে বলে। স্ত্রী ও ছোট ছেলে চোর চোর বলে চিৎকার দিয়ে জুয়েল দ্রুত পালাবার সময় স্থানীয় লোকজন ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে তার কাছ থেকে চুরিকৃত নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে। পরে তাকে চাঁচড়া ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।
রাতদিন সংবাদ