Monday, October 7, 2024

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের   মহাসমাবেশ অনুষ্ঠিত

- Advertisement -

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীদের উপস্থিতিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মহা সমাবেশে যশোরের সাতটি উপজেলা ও জেলা শহর থেকে আগত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা দীর্ঘ এক মাস রাজপথে ছাত্র আন্দোলনের পর গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন হয়েছে। পালিয়ে এবং গা-ঢাকা দিয়েছে সরকারের শীর্ষ পদে থাকা  কর্মকর্তারা। তবে নতুন বাংলাদেশ বিনির্মানের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা নিয়ে এ মহাসমাবেশের আয়োজন করে যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

মহাসমাবেশের সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক ও শিক্ষার্থীবৃন্দরা। বক্তব্য দেন যশোর সরকারি মহিলা কলেজের সমন্বয়ক জেসিনা মুর্শীদ, যশোর এমএম কলেজের সমন্বয়ক মাসুম বিল্লাহ, খন্দকার রুবাইয়া। এছাড়াও বক্তব্য দেন, রাসেল মাহমুদ, সাদেকা তাহনী উর্মি, ইমরান হোসেন, আমানাউল্লাহ, ইব্রাহিম খলিল প্রমুখ।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় মহাসমাবেশ। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 শিক্ষার্থীরা বলেন, আমরা কোন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চাই না। দেশে নৈরাজ্য দুঃশাসন সৃষ্টি করা সরকারের পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন টোকাই এবং পতন হওয়া সরকারের কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এগুলো রুখে দিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘জনতা ছাত্র সমাজের ওপর ভরসা রাখা শুরু করেছে। আর এমন সময় কিছু দুষ্কৃতকারীরা ষড়যন্ত্র করে আমাদের অর্জিত নতুন বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এ লক্ষ্যে এখন থেকে কাজ শুরু করবো।’ নেতৃবৃন্দদের বক্তব্য প্রদানের শেষে জাতীয় শপথ পাঠ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত