যশোর চাঁচড়া মোড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার অচিন্ত বর্মন। গত সোমবার (৫ আগস্ট) বিকাল পাঁচ টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পাশে চাঁচড়া মোড়ে এ হামলার ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক অচিন্ত বর্মন জানায়, তিনি তার পত্রিকা অফিসে যাওয়ার পথে চাঁচড়া মোড় এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন ও সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্তরা দোকানপাট ভাংচুর ও লুটপাট করছিলো। এসময় সেখানে অনেক মানুষের জড়োতা দেখে জটলার ছবি তুলতে গেলে তার উপর ৮-১০জন দুর্বৃত্তরা চড়াও হয়ে লাঠিসোটা নিয়ে হামলা করে।
তিনি আরও বলেন পেশাগত দায়িত্ব পালন করার লক্ষ্যে ভিডিও ফুটেজ ধারণ করার এক পর্যায়ে কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কিল ঘুষি ও লাঠি সোটা নিয়ে আঘাত করে তারা। হামলার সময় ভিডিও ফুটেজ নেওয়ার জন্য গালিগালাজ করছিল তারা। হাতে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে আঘাত দিয়ে ভেঙে ফেলে। ব্যাগে থাকা আরেকটি মোবাইল নেওয়ার চেষ্টাও করে তারা।
এসময় পিছন দিক থেকে হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় দৌড়ে গিয়ে একটি মাছের হ্যাঁচারিতে আশ্রয় নেয়। খবর পেয়ে তৎক্ষনাত ছুটে আসে পত্রিকা অফিসের এক কর্মচারী। এরপর দ্রুত একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।
কর্তব্যরত চিকিৎসক জানায়, রোগীর মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত করায় মাথার একটি অংশ থেতলিয়ে গেছে যে কারনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগীর মাথা ফেটে যাওয়ার ফলে আটটি সেলাই দেওয়া লাগছে। রোগী কিছুটা সুস্থ হলে তিনি উন্নত চিকিৎসার জন্যও পরামর্শ দেন।
তবে এ ঘটনায় কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট করা যায়নি। দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতিতে থাকায় পুলিশকে অবহিত করা হয়নি বলে জানান সাংবাদিক অচিন্ত বর্মন। তবে গ্রামের কাগজের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে বিষয়টি জানানো হয়েছে। দোষীদের দ্রুত আটকের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত দেন সেনাবাহিনী।
এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংবাদিক মহল।
-রাতদিন সংবাদ/বিশেষ প্রতিনিধি