যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আইনজীবীদের তিনটি সংগঠনের তিনজন সভাপতি প্রার্থী ইতিমধ্যে মনোনিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুই সংগঠন থেকে দুইজনকে মনোনিত করা হয়েছে । তারা এখন সবাই প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সূত্রজানায়, যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির পরিষদের পক্ষথেকে সভাপতি মনোনিত হয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক গাজী আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। বিষয়টি তারা নিশ্চিত করেছেন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের পক্ষে সভাপতি মনোনিত হয়েছেন আর.এম মঈনুল হক খান ময়না ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুর মনোনিত হয়েছেন। এছাড়া গনতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষথেকে সভাপতি পদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম মনোনিত হয়েছেন।
রাতদিন সংবাদ