- Advertisement -
মঙ্গলবার যশোরে আরো ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ৯৭ নমুনার ফলাফলের মধ্যে ২৩ জন শনাক্ত হয়েছেন।এছাড়া এদিন খুমেক থেকে আরো ১১ টি নেগেটিভ ফলাফল আসে। শনাক্তদের মধ্যে ১৯ জনই যশোর সদরের বাসিন্দা। এ ছাড়া অভয়নগর ২ জন ও চৌগাছার ১জন ও ঝিকরগাছার ১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৭শ ৯৪ জন। যশোরে মারাগেছেন ৪৪ জন ও সুস্থ্য হয়েছেন ২৬শ’৫৪জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।
রাতদিন সংবাদ
- Advertisement -