Monday, October 14, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের হাসপাতালে মৃত্যু

- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ নয়ন মিয়া (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত নয়নের শ্বশুর এরশাদুল হক জানান, তাদের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা গ্রামে। নয়ন কাঁঠালবাগান এলাকায় থাকতেন। তিনি এলাকার একটি মোটর গ্যারেজে কাজ করতেন।

তিনি আরও জানান, গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত