বৃহস্পতিবার যশোরে ৫৯ জন আক্রান্তের যশোর সদরের রয়েছেন ৩০ জন।
তার অর্ধেকের বেশীই রয়েছেন পৌর এলাকার। আক্রান্তদের মধ্যে রয়েছেন তিনজন র্যাব সদস্য, ৪জন পুলিশ, ২জন ডাক্তার, একজন কারারক্ষী, দুইজন ব্যাংক কর্মকর্তা, ছাত্র, ব্যাবসায়ী, স্টাফ নার্স সহ বিভিন্ন পেশার মানুষ। ১ নং ওয়ার্ডের পূর্ব বারান্দীপাড়া এলাকার তিনজন, তিন নং ওয়ার্ডের তিনজন। ঘোপ নওয়াপাড়া রোডের একজন ফার্মাসিস্ট, যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী, ও বেলতলা এলাকার মহিলা আওয়ামীলীগ নেত্রী। ৪ নং ওয়ার্ডের রয়েছেন ৬জন। তার মধ্যে দুইজন পুলিশ, একজন ট্রাফিক পুলিশ ও চিকিৎসক সহ তার স্ত্রী ও মেয়ে। ৭ নং ওয়ার্ডের রয়েছেন দুইজন। একজন ইসলামী ব্যাংক কর্মকর্তা অপরজন ব্যবসায়ী। ৮ নং ওয়ার্ডের ২জনের মধ্যে একজন সদর হাসপাতালের স্টাফ নার্স অপরজন বেজপাড়া রানার অফিসের সামনের বাসিন্দা। কিন্তু তিনি স্বাস্থ্য বিভাগের মোবাইল ফোন রিসিভ করেননি। ৯ নং ওয়ার্ডের আক্রান্ত তিনজনই র্যাব সদস্য। এছাড়া নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছাত্র, আরবপুর ইউনিয়নের একজন চাকরীজীবি, চুড়ামনকাটী ইউনিয়নের রয়েছেন দুইজন। তাদের একজন সিভিল সার্জন অফিসের টেকনিশিয়ান। এছাড়া হৈবতপুর ইউনিয়নের একজন পুরুষ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন। এরবাইরে আক্রান্ত কয়েকজনের সন্ধান মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের ডাক্তার ডাক্তার নাসিম ফেরদৌস।
উল্লেখ্য, যশোরে বৃহস্পতিবার ৫৯ জন নতুন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদরের ৩০ জন, মণিরামপুরে ৭, অভয়নগরের ৬, শার্শা ৬, চৌগাছা ৪, কেশবপুর ৪, ও বাঘারপাড়া উপজেলার দুইজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭০১ জন ও সুস্থ্য হয়েছেন ১৯৯ জন। মারা গেছেন ১৩জন। এদিকে, অভয়নগর প্রতিনিধি জানান, অভয়নগরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারুসহ নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় আজ আক্রান্তরা হচ্ছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের ১৬ বছরের দুই ছাত্রী, একনারী (২৩), পুরুষ (২৮) এবং ৪ নং ওয়ার্ডের পুরুষ (২৯)। এ পর্যন্ত ভাইরাস টিতে উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ১৬৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। মোট সুস্থ হয়েছে ৬৯ জন। এছাড়া কেশবপুর পৌরসভার একজন কাউন্সিলর সহ ৪ জনের করোনা শনাক্তহয়েছে।
বিশেষ প্রতিনিধি