Wednesday, October 9, 2024

বৃহস্পতিবার থেকে ট্রেন চলবে, আজ থেকে টিকিট বিক্রি শুরু

- Advertisement -

সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর ট্রেন চলাচল বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এ জন্য আজ সোমবার (১২ আগস্ট) বিকাল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।

এক ক্ষুদে বার্তায় তিনি জানান, সোমবার থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছিল। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও ৪ আগস্ট রাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত